আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:০৪

যশোরে করোনায় ও উপসর্গে দুই জনের মৃত্যু

যশোরে করোনার গত ২৪ ঘন্টায় ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯৪ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া একজনের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরো এক জন। করোনা শনাক্ত হার প্রায় ৪৪ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪শ ৪৮ জন। সুস্থ্য হয়েছেন ২১ হাজার ৪শ ৩৪ জন। মত্যুবরণ করেছেন ৫ শ ১৮ জন। হাসপাতালে ১২ জন এবং আইসোলেশনে ১২ শ ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা জানিয়েছেন গত ২৪ ঘন্টায ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১শ ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মারা গেছে একজন আর উপসর্গ নিয়ে মারা গেছে একজন। হাসপাতালে ভর্তি আছে ১২ জন। আইসোরেশনে ১২ শ ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনায় মারা গেছে মোট ৫শ ১৮ জন।

এর ভিতর সদর উপজেলায় ১৫৯ জন, অভয়নগর উপজেলায় ১ জন, চৌগাছা উপজেলায় ৭ জন, ঝিকরগাছা উপজেলায় ২৬ জন, কেশবপুর উপজেলা ৫ জন, মণিরামপুর উপজেলায় ২ জন, শার্শা উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত যশোরে ২৩ হাজার ৪শ ৪৮ জন, সুস্থ হয়েছে ২১ হাজার ৪শ ৩৪ জন। নোট মৃত্যুবরণ করেছে ৫ শ ১৮ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত