আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৯

যশোর জেনারেল হাসপাতালে আরও ১০ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গে মারা গেছেন আরও ১০ জন। তাদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন ভর্তি ছিলেন।

শনিবার (৭ আগস্ট) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯‌০ জন এবং ইয়েলো জোনে ২০ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হন ১৭ এবং ইয়েলো জোনে ১০ জন। 

যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, শনিবার ৪০৩টি নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের। শনাক্তের হার ২৮ দশমিক ৫ শতাংশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত