আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৫৮

যশোর হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে আরও ১২ জন মারা গেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ও ছয় জনের উপসর্গ ছিলো।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৩৬ জন এবং ইয়েলো জোনে ৯৯ জন।

এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৬৬ জনের করোনা পরীক্ষা করে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৩৩। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন ও মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৯৭ জনের। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত