আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৪৫

যশোরে আক্রান্ত ও উপসর্গে ১০ মৃত্যু

গত একদিনে যশোরে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৫ জনসহ মোট ১০ জন মারা গেছেন। একইসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৭ জনের।

বুধবার বিষয়টি নিশ্চিত কেরেছেন যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ।

তিনি জানান, গত একদিনে জেলার ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাতজনের নমুনা পরীক্ষায় দুজন, জিন এক্সপার্টে টেস্টে ১১ জনের নমুনা পরীক্ষায় সাতজনের ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত