আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৫২

যশোরে আলাউদ্দিন হত্যা মামলায় আটক দুই আসামি কারাগারে

মুনতাসির মামুন।। যশোর  শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা মালোপাড়ায় আলাউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক দুজন হলো, বারান্দী মোল্লাপাড়ার শামীমের ছেলে শরীফ (২২) ও দুলু মিয়ার ছেলে বাপ্পী (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক তুষার কুমার মন্ডল জানান, গত শনিবার রাতে বারান্দী মোল্লাপাড়া থেকে প্রথমে শরীফকে আটক করা হয়েছে। এরপর রোববার সকালে একই এলাকা থেকে আটক করা হয় বাপ্পীকে।

তবে এই মামলায় রিপন নামে একজন আটকের গুঞ্জন উঠলেও পুলিশ এই বিষয়ে কিছু জানায়নি। মোল্লাপাড়ার বদরুদ্দিনের ছেলে রিপন চিহ্নিত ডিম রিপন কি-না তা যাচাই করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্রে জানাগেছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে পূর্ব বারান্দীপাড়া লিচুতলা মালোপাড়ায় অভ্যন্তরীণ বিরোধে ছুরিকাঘাতে নিহত হয় যশোরের চোর সিন্ডিকেটের সদস্য ৬ মামলার আসামি আলাউদ্দিন। সে আরবপুর এলাকার শুকুর আলীর ছেলে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত