আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০০

যশোরে ইয়াবা সহ জেল পুলিশ আটক।

যশোরে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী আশরাফুল মুরাদ রুবেল ও তার সহযোগী তোরাব আলীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চারখাম্বার মোড় ও শংকপুর থেকে তাদের আটক করা হয়। আটক রুবেল যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত ও শহতলীর শেখহাটি আদর্শপাড়ার সোহাগের বাড়ির ভাড়াটিয়া এবং তোরাব আলী শহরের নাজির শংকরপুরের মৃত রইচ উদ্দিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ডিবির এসআই সোলাইমান আক্কাস বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের চারখাম্বার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে কারারক্ষী রুবেলকে আটক ও তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর রুবেলের স্বীকারোক্তিতে নাজির শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তোরাব আলীকে আটক ও তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় আটক দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুৎ করা হবে।

আরো সংবাদ