আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:০৪

যশোরে র‍্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবা উদ্ধার আটক-২

যশোরের শার্শা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা । এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) ও তার সহযোগী একই গ্রামের শিল্পি (৪২)।

র‌্যাব জানায়, সোমবার সকাল সাতটার পর গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন ৭নং কায়বা ইউনিয়নের বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে দ্রুতগতিতে একটি ডিসকভার মোটরসাইকেলে করে যাওয়ার সময় কৌশলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। এসময় বুলবুল সানা বলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’৭০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->