আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:২৫

যশোরে শনাক্তের হার ৫৭ শতাংশ, নতুন শনাক্ত ৪৫৪ জন

যশোরে একদিনে নতুন করে আরও ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন। শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে কঠোরভাবে লকডাউন মেনে চলার বিকল্প নেই বলে মনে করছে জেলা প্রশাসন। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণের ঊর্ধ্বগতি হ্রাস করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮০০ নমুনা পরীক্ষা করে ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে একজন করোনা এবং অপর চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪১ জন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, জেলায় কঠোর লকডাউন কার্যকরের চেষ্টা করা হচ্ছে। ভেবেছিলাম সংক্রমণের হার কমবে। কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ বেড়েছে। আমরা আশা করবো, মানুষ আরও সচেতন হবে।

সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারি বিধিনিষেধ মানার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত