আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৫৭

যশোরের সঙ্গে অন্য সব জেলার সংযোগ সড়ক বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যশোর জেলার সঙ্গে অন্যান্য জেলার সবগুলো সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

গতকাল বিকেল থেকে সবগুলো সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ বেলাল হোসাইন।

তিনি জানান, জরুরি সেবার সঙ্গে যুক্ত পরিবহন ছাড়া আর কোনো ধরনের যানবাহন যশোরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যশোরকে অন্য সব জেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জেলার সব সংযোগ সড়কে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি জানান, যশোর জেলায় গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ কাজ করছে।

শনিবার বন্ধ করে দেওয়া চেকপোস্ট সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

আরো সংবাদ