আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৫৭

রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

সরকার আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারন  করেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘রমজান মাসে  অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।’ এ মাসে জোহর নামাজ পড়ার জন্য দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে বলে জানান তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে, রমজান মাসে ব্যাংকগুলোর অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত