আজ - বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১:০৯

রাতে কমতে পারে তাপমাত্রা

শুক্রবার দিনভর বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে আসায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৬৯ মিলিমিটার। এছাড়া ডিমলা, রংপুর ও মাদারীপুর ৫৫, দিনাজপুর ৫২, রাজারহাটে ৫০, চাঁদপুর ৪৩, সাতক্ষীরা ৪২, সৈয়দপুর ৩৫, বদলগাছিতে ৩৪, বরিশালে ৩৩, টাঙ্গাইলে ৩২, বগুড়া ৩১, রাজশাহীতে ৩০, মোংলা ২৮, কুমারখালিতে ২৫, খেপুপাড়া ও ঈশ্বরদী ২৪, ভোলা, চুয়াডাঙ্গা ও তাড়াশে ২৩, শ্রীমঙ্গলে ২০, কুমিল্লায় ১৯, সীতাকুন্ডু ও ফরিদপুরে ১৮, পটুয়াখালী, তেতুলিয়া ও ঢাকায় ১৬, সিলেটে ১৫, গোপালগঞ্জে ১৪, সন্দ্বীপে ১৩, হাতিয়া ও ময়মনসিংহে ১৩, ফেনী ও নিকলিতে ১১, যশোর, কুতুবদিয়া ও মাইজদীকোটে ১০, কক্সবাজার ও নেত্রকোনায় ৯, চট্টগ্রামে ৭, রাঙ্গামাটি ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১১ দশমিক ১, যা গতকাল শুক্রবার ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রাম ১৭, সিলেটে ১৫, রাজশাহীতে ১১ দশমিক ৬, রংপুরে ১২ দশমিক ৮, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ