আজ - বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৭

রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও রয়েছেন। আজ বুধবার সকাল থেকেই এই রায় নিয়ে আদালতের প্রস্তুতি শুরু হয়। ফাঁসির আদেশ ঘোষণা করা হয় দুপুর দেড়টার কিছু পর। রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান।

রিফাত হত্যায় অভিযুক্ত করা হয়েছে মোট ২৪ জনকে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন (১ জন এখনো পলাতক) এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনের ফাঁসির আদেশের পাশাপাশি ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে ৭৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পক্ষে বিপক্ষে আদালতে যুক্তি-তর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। শেষ হয় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকার পক্ষের যুক্তি-তর্কও।

২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনেই কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর রিফাতের স্ত্রী মিন্নির সংশ্লিষ্টতারও অভিযোগ ওঠে। তাকেও আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত