আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:২৬

লকডাউন শুরুর পর সাংহাইয়ে প্রথম করোনাভাইরাসে মৃত্যু

সাংহাইয়ে সপ্তাহব্যাপী লকডাউন শুরুর পর এই প্রথম সেখানে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু ঘটলো। একেবারে বয়স্ক এ তিনজনই সংঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন। সোমবার নগর সরকার একথা জানায়। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নগর সরকার জানায়, ‘হাসপাতালে নেওয়ার পর এ তিনজনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তাদেরকে বাঁচানোর সকল  প্রচেষ্টা ব্যর্থ হয়।’
কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে ৮৯ ও ৯১ বছর বয়সী দুই নারী এবং ৯১ বছরের এক পুরুষ রয়েছেন। ওই পোস্টে আরো বলা হয়, তারা সকলে করোনারি হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পৌরসভা স্বাস্থ্য কমিশন জানায়, চীনের পূর্বাঞ্চলীয় এ বাণিজ্য নগরীতে সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৪১৭ জনের উপসর্গ রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেখান থেকে সারাবিশ্বে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত