আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৪

শার্শার নিজামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলার শত শত ফুটবলপ্রেমী দর্শকদের পদচারণায় মুখরিত শার্শা উপজেলার নিজামপুর ফুটবল ময়দান বুধবার বিকেল ৩ টায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার নিজামপুর ফুটবল খেলা মাঠে হাজারও  ফুটবল প্রেমী মানুষ বেলা বাড়ার সাথে সাথে মাঠের চারিপাশে গাছগাছালি, ঘরবাড়ি, ছাদে উঠে খেলাটি উপভোগ করতে দেখা যায়। উদ্বোধন খেলায় লাউতড়া ফুটবল একাদশ বনাম বলিদহ ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। 

নিজামপুর ফুটবল একাদশের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  ইউনিয়েন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,  ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য আমিনুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নিজামপুর ফুটবল একাদশের বর্তমান ও সাবেক খেলোয়াড় জনাব নাসির উদ্দীন মাষ্টার, ইমামূল হক ভূ্ট্রো,  হাফিজুর রহমান, ফারুক হোসেন, মোশারফ হোসেন, গোলাম রসূল, সাংবাদিক নয়ন সরদার, সোহেল রানা, জাহিদ হাসান মুন্না, রাকিবসহ আরো অনেকে। 

খেলাটি পরিচালনা ( রেফারির দায়িত্বে) করেন মিন্টু রহমান,  সহকারী হিসাবে ছিলেন বাবুল হোসেন ও লাল্টু মিয়া। ধারাভাষ্যকার হিসাবে দায়িত্বে ছিলেন লক্ষণ সেন। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত