আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:২৩

শার্শায় নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাজিম উদ্দীন জনি: নিখোঁজের ৭ দিন পর শার্শার বাগআঁচড়ায় হামিদা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ই ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হামিদা বিবি বাগআঁচড়া গালর্স স্কুল এ্যান্ড কলেজ এলাকার মৃত আব্দুল আহাদের স্ত্রী।

মৃত্যুের পারিবারিক সুত্রে জানা যায়,গত ৬ই ফেব্রুয়ারী বিকাল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল।ঘটনার দিন দুপুরের সময় স্থানীয় লোকজন সড়কের পাশে একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দিলে মৃত্যুের নাতি ছেলে গিয়ে মৃত্যুদেহটি সনাক্ত করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বৃদ্ধা মানসিক ভারসাম্যহিন ছিলো।যার কারনে পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা।এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত