আজ - বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৯

শেষ মূহুর্তে জয় ব্রাজিলের

অনলাইন ডেক্সঃ কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ সময়ের রোমাঞ্চে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ব্রাজিল। দীর্ঘ সময় পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। পরে যোগ করা সময়ে গোল করে সেলেকাওদের জয় নিশ্চিত করেন কাসিমিরো। টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠা নিশ্চিত করল তিতের শিষ্যরা।

বৃহস্পতিবার (২৪ জুন) রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল। খেলা শুরুর দশম মিনিটে কলম্বিয়াকে লিড পাইয়ে দেন লুইস দিয়াজ। ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর রবার্তো ফিরমিনোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ১০০ মিনিটে কাসিমিরোর গোলে জয় ছিনিয়ে নেয় স্বাগতিক দল।

খানজাহান আলী নিউজ /ন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত