প্রকাশিত : » ৩০ জুন ২০১৭, সময়: » ৬:২১ অপরাহ্ণ, পঠিত: » 1626 views
ডেস্ক রিপোর্ট।। এবার ক্ষুধার্ত এক মাকে জোর করে তার সন্তানের মাংস কেটে খাইয়েছে আইএস জঙ্গিরা। যদিও অনেক আগেই নৃশংসতার নজির তৈরি করেছে তারা। নির্বিচারে মানুষ খুনের ঘটনায় আলোড়িত হয়েছে বিশ্বে।
সম্প্রতি তাদের নৃশংসতার ঘটনা শোনালেন ইরাকি সাংসদ ইনসিয়া মারভি। সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। তাতে সবিস্তারে আইএসের নৃশংসতার বর্ণনা করেছেন।