আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৮

সাভারে ছয় ঘণ্টা পর গুদামের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারে সিঙ্গার ইলেকট্রনিকস পণ্যের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আজ বৃহস্পতিবার প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

সাভারের ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিকস পণ্যের টিনশেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার স্টেশনের আরও দুটি, সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি, ঢাকার মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বিজ্ঞাপনবিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর আজ বেলা দুইটার দিকে প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এদিকে পানির উৎস ঢাকা-আরিচা মহাসড়কের উল্টো পাশে হওয়ায় মহাসড়ক সাময়িক বন্ধ করে পানি দেওয়া হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, কালো ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। এসব বিষয়ে তদন্ত করার পর জানা যাবে।

আরো সংবাদ