আজ - রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১১

অপুর সঙ্গে সংসার করা হচ্ছে না ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির।

অপুর সঙ্গে সংসার করা হচ্ছে না ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিচ্ছেদের খবর জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মাহির সঙ্গে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। ব্যক্তিগত কিছু বিষয়ের বোঝাপড়া না হওয়ায় সম্প্রতি তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

বেশ কিছু দিন ধরেই মাহি ফেসবুকে মন খারাপের স্ট্যাটাস দিচ্ছিলেন। সেটা ছিল তাঁর ব্যক্তিগত ঘটনার অনুভূতি। গতকাল রাতে তিনি স্ট্যাটাসে লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

মাহিয়া মাহি
মাহিয়া মাহি 

পরে মাহি শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকেও ক্ষমা চেয়েছেন। ঘটনার প্রসঙ্গে মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার কাছ থেকে আলাদা হয়েছি। এ মুহূর্তে আমার এর বেশি কিছু বলার মতো অবস্থা নেই।’

ঈদের সাত দিন আগে প্রথম আলোর সঙ্গে কথা হয় মাহিয়া মাহির। তখন তিনি জানান, তিনি এবং তাঁর স্বামী আলাদাভাবে নিজেদের বাসায় ঈদ করবেন। ঈদের নামাজ পড়ে তাঁর স্বামী অপু মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে মাহিদের বাসায় আসবেন। পরে তাঁদের ঈদ শুরু হবে। শেষ পর্যন্ত এই ঈদে তেমনটা হয়নি। হঠাৎ এর মধ্যেই তাঁদের বিচ্ছেদের খবর এল।
আপনারা কবে থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন? মাহি প্রথম আলোকে বলেন, ‘আমরা আলাদা হয়ে গেছি সত্য; কিন্তু কবে, কখন থেকে—এসব বলতে চাইছি না।’

মাহিয়া মাহি
মাহিয়া মাহি

মাহী ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই সময়ে তিনি কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এরপরও আমরা দুজন মুখোমুখি হব, কেউ কারও দিকে না তাকিয়েও পেট ভরে দুজন দুজনকে দেখব, ঘ্রাণ নেব, স্পর্শ করব।’

আবার কিছু স্ট্যাটাসে সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করছেন মাহি। তাঁর কাছে জানতে চাইলাম বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ কেন নিলেন? তিনি বলেন, ‘মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। এইটুকু বলব, আমি অপুকে সম্মান করি। আমাদের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা ছিল। যেটা হয়তো আমাদের সম্পর্ক টিকতে দিল না। হয়তো আরও কিছু বিষয় ছিল। আপনাদের কাছে অনুরোধ, তাঁর ও আমার কোনো অসম্মান হোক তেমন কিছু চাই না। আর আমরা কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি, সেটা বলতে পারছি না।’

মাহিয়া মাহি
মাহিয়া মাহি

২০১৬ সালে বিয়ে করেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার স্বামীর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। তিনি যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।

দুই পরিবারের সম্মতিতে সেই বছর ২৫ মে তাঁদের বিয়ে হয়। আগামী পরশু হতে যাচ্ছিল তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী। এর ঠিক তার দুদিনে আগে তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত এল। বিয়ের মাসেই বিচ্ছেদ।

মাহিয়া মাহি
মাহিয়া মাহি 

মাহি জানান, বিচ্ছেদ নিয়ে আপাতত তিনি আর কোনো কথা গণমাধ্যমে বলতে চান না। যা হয়েছে, সেটা দুই পরিবারের মধ্যেই থাকুক। ঈদ কাটানো শেষে ঢাকায় ফিরে তাঁর শিডিউল দেওয়া সিনেমাগুলোয় মনোযোগ দিতে চান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত