আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৫:৪৬

কন্যাশিশু জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক

বিয়ের এক বছরে সংসার জীবনে ছেলে সন্তান উপহার দিতে না পারায় গাইবান্ধার সুন্দরগঞ্জের রোকসানা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে। কন্যা সন্তান জন্ম দেয়ার চার দিনের মাথায় নবজাতকসহ ওই গৃহবধূকে তাড়িয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন।

এ ঘটনার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতকসহ ওই মাকে উদ্ধার করে। এরপরেও স্বামীর ঘরে স্থান না পেয়ে বাবার বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছেন গৃহবধূ রোকসানা খাতুন।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঘোমামারা গ্রামের স্বামীর বাড়ির উঠান থেকে নবজাতক ও গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী ওই গৃহবধূ সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের লুৎফর মিয়ার মেয়ে।

এলাকাবাসী ও গৃহবধূ রোকসানার পরিবার জানায়, সাদুল্লাপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের মহব্বর আলীর ছেলে রাজা মিয়ার সঙ্গে বিয়ে হয় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া গ্রামের লুৎফর মিয়ার মেয়ে রোকসানা থাতুনের। বিয়ের পর ভালই চলছিল তাদের সংসার। কিন্তু গত আড়াই মাস আগে স্বামী রাজা মিয়া স্ত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে বুঝতে পারেন রোকসানা কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছেন।

এরপর তার উপর নেমে আসে অমানষিক নির্যাতন। কখনো অপরাধ করলেও মারপিট; আবার কখনও যৌতুক চেয়ে নির্যাতন চলে আসছিল মেয়েটির উপর। বছর দুয়েক আগে রোকসানার স্বামী রাজা মিয়া প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর সেই স্ত্রী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

এদিকে, গত ৮ মার্চ স্বামীর বাড়িতে প্রসববেদনা উঠলে রোকসানাকে দ্রুত নেয়া হয় রংপুরের সালেহীন ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে। সেদিন হাসপাতালে ডাক্তারের পরামর্শে সিজারিয়ান অস্ত্রপচারের মাধ্যমে রোকসানা জন্ম দেন একটি ফুটফুটে কন্যাশিশুর। এরপর সেখানে চারদিন থেকে বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে দুপুরে স্বামীর বাড়ি ঘোড়ামারায় ফেরেন তিনি।

অভিযোগ রয়েছে, স্বামীর বাড়িতে যাওয়ার পর রোকসানাকে বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। বাড়ির মূল ফটকে ঝুলছে তালা। ভিতর থেকেও কারো সাড়া পাননি তিনি। চারদিনের নবজাতকসহ সারাদিন বাড়ির উঠানে বসে ছিলেন গৃহবধূ। পরে বিকেলে রোকসানার শ্বশুর ও শাশুড়ি তাকে সাফ জানিয়ে দেন; গত তিনমাস আগে তালাক দেয়া হয়েছে তাকে। এটা শুনে উপায়ান্তু খুঁজে না পেয়ে গৃহবধূ রোকসানা সন্ধ্যার দিকে ফোন করেন জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ।

ততক্ষণে কোলের নবজাতকটি অনেকটাই অসুস্থ্য হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল থেকে রোকসানা ও তার নবজাতকে উদ্ধার করে। পরে তার শ্বশুর বাড়ির মূল গেটে তালা ও বাড়িতে কাউকে না পেয়ে পুলিশ তাকে সুন্দরগঞ্জের বাবার বাড়িতে পাঠায়।

গৃহবধূ রোকসানা খাতুনের খোঁজে সুন্দরগঞ্জের ধনিয়ারকুড়া গ্রামের বাবার বাড়িতে দেখা মেলে তার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘এক বছর আগে আমার বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন আমার বর আমার সাথে ভাল ব্যবহার করছে। তারপর যখন বেবি কনসেপ করছে; ওরা যখন বেবি টেস্ট করছে, তখন জানছে মেয়ে বাবু। এখন বলে মেয়ে নাকি ওদের না।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী আগে থেকে বলছিল; ছেলে বাবু হলে ও খুব খুশি হবে। পরে মেয়ে বাবু জন্ম হবে; এটা বোঝার পর থাকিই শ্বশুর-শাশুড়ি আর জা -রা সবাই আমাকে নির্যাতন করছে। এক বেলা ভাত দিছে; আরেক বেলা দেয় নাই। এভাবে বিভিন্ন ভাবে টর্চারিং করছে আমার উপর।’

‘রাজা (স্বামী) আমাকে ফোন দিয়ে তার ফুফুর সাথে রংপুর হাসপাতালে যেতে বলছে। চারদিন পর বাবু নিয়ে বাড়িতে আসছি; বাড়ির মধ্যে আর উঠতে দেয় না। বলে যে, আমরা তোমাক ডিভোর্ভ দিয়ে দিছি। তখন আমি পুলিশক ফোন দেই। পুলিশ পরে ওখান থেকে আমাকে বাবার বাড়িতে রেখে গেছে।’

রোকসানা বলেন, ‘এই চারদিনের মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব। আমার বাবার বাড়িতেও তেমন কোন ফ্যাসালিটি নাই (অর্থ সম্পদ)। আমি এখন কী করবো একে (সন্তান) নিয়ে। কোথায় যাব। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

এ বিষয়ে রোকসানার মা ফাতেমা বেগম বলেন, ‘মেয়ে বাবু হবে তখন থেকে ওমরা অত্যাচার করে। চারদিন আগত রমপুরত গেছি। সেটি মেয়ে বাচ্চা হচে। আজকে তামার বাড়িত গেছি; ওমনি আর ঘরত উঠপের দেয় না হামার বেটিক।’

তিনি আরও বলেন, ‘রংপুরত হাসপাতালত ছোল হতে ২০ হাজার টেকা খরচ হচে। একটা টেকাও ওমরা দেয় নাই। হামরা গরিব মানুষ। হাওলাত-বাওলাদ করি টেকা দিছি।’

এসব অভিযোগ নিয়ে রোকসানার স্বামী রাজু মিয়ার মোবাইল ফোন একাধিকবার ফোন করেন তার কোন সাড়া পাওয়া যায়নি। তবে রোকসানার শ্বশুরের মোবাইল ফোন করলে তার স্ত্রী আছমা বেগম আমাদেরকে বলেন, ‘বাড়ির বউয়ের কাছে ঘনঘন বন্ধু আসে। বউয়ের চরিত্র খারাপ। তাই তাকে তিন মাস আগে তালাক দিছে আমার ছেলে।’

তিন মাস আগে তালাক দেয়া হলে এতোদিন কীভাবে আপনার ছেলের বউ আপনার বাড়িতে অবস্থান করল। এমন প্রশ্নের জবাবে আছমা বেগম বলেন, ‘কিছু বলি নাই; পেটে বাচ্চা জন্যে। যদি কোন কিছু করে বসে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, পুলিশ পাঠিয়ে নবজাতকসহ রোকসানাকে উদ্ধার করে তার বাবার বাড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত