আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১২

চৌগাছায় ঘুমের মধ্যে আ.লীগ নেত্রী চাঁদনীর মৃত্যু

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সুখুপুরিয়া ইউনিয়ন নৌকা মার্কার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদনী আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

জানা যায়, বুধবার (৮জুন) বিকাল ৪টায় দিকে উপজেলার আন্দলিয়া গ্রামের নিজ বাড়িতে ঘুমের মধ্যেই হৃদক্রিয়া বন্ধ হয়ে যায় এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

 

স্থানীয় সূত্রে আরো জানা যায়,  চাঁদনি আক্তার সুখপুকুরিয়া ইউনিয়নের লিপু কবিরের স্ত্রী।  তিনি সুখপুকুরিয়া ইউনিয়নে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশগ্রহণ করেন।  কিন্তু বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

 

 

মৃত্যুকালে চাঁদনী আক্তার স্বামীসহ এক মেয়ে ও এক পুত্র সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।  তার এই অকাল মৃত্যুতে চৌগাছা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের মাঝে শোকোর ছায়া নেমে এসেছে।

 

 

 

খানজাহান আলী / শ / চৌগাছা

আরো সংবাদ