আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:২১

নড়াইলের বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত স্মারকপত্রে (৪৬.০০,৬৫০০,০১৭.২৭.০০১.১৭-১৬৪) ওই বরখাস্তের আদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করতে ডিএফ (ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর) মো. আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করার অভিযোগ পাওয়া যায় এই চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে বাঁশগ্রাম ইউনিয়ন সচিব মো. তৌফিক রহমান ও মহিলা ইউপি সদস্য কবিতা বেগম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। স্থানীয়ভাবে তদন্তে বিষয়টির সত্যতা প্রমাণিত হলে স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়।

এ ব্যাপারে চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, এসব অর্থ তোলার কাজটি করেন ইউপি সচিব। এ ব্যাপারে তিনি জানেন। আমি কিছু বলতে পারবো না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত