আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৩

নড়াইলে পুকুরে ডুবে প্রান গেলো দুই শিশুর।

নড়াইল সদর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফিয়া (৯) এবং মীম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে দুর্ঘটনা ঘটে। বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (মেম্বার) রানি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন, বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া ও একই গ্রামের আল-আমীনের মেয়ে মীম। তারা দুজনেই স্থানীয় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের আফিয়া ও মীম নামে ওই দুই মাদরাসা শিক্ষার্থী শিশুর মা গৃহস্থালি কাজে ব্যাস্ত ছিলেন। এ সময় তারা বাড়িতে না জানিয়ে দু’জনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে বিলের মধ্যে নতুন করে খনন করা একটি পুকুরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে তাদের দু’জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->