আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৪

নড়াইল লোহাগড়া ট্রেন লাইন থেকে যুবকের দেহ উদ্ধার।

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা–কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম রিয়াজুল (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বেনাপোল–ঢাকা রেললাইনের লোহাগড়া এলাকার কালনা–কামঠানা স্থানে এক যুবককে রেললাইনের পাশে বসে থাকতে দেখেন এলাকাবাসী। কিছু সময় পর বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রেন সেখান দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে ওই যুবকের নিথর দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও জিন্সের প্যান্ট।লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলওয়ের এলাকায় হওয়ায় যশোর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->