আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৬

নিয়মিত নামায আদায় করেন হিন্দু ধর্মের শাহনাজ পারভিন দুলারী

অভিনয় জগতের জনপ্রিয় মুখ শাহনাজ পারভিন দুলারী। দুলারী নামেই পরিচিত রয়েছে রুপালি পর্দায় । রুপালি পর্দায় খল চরিত্রে অ’ভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। সর্বশেষ তিনি ‘বীর’ সিনেমায় অ’ভিনয় করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে জানালেন, হিন্দু হয়েও নিয়মিত মুসলিম ধর্ম পালন করছেন তিনি। এবং নিয়মিত নামায আদায় করে বলে জানান। 

দুলারী বলেন, ‘অ’ভিনয় জগতে আসার পর বাড়ি গেলাম। কিন্তু আমার মা আমাকে বাড়িতে জায়গা দিল না। আমি মূলত হিন্দু। আমার নাম আল্পনা দুলারী দে। তবে আমি মুসলিম ধর্ম পালন করি। এখন আমা’র নাম শাহনাজ পারভিন দুলারী। আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ করি 

পঞ্চম শ্রেণিতে ওঠার পর স্কুল পালিয়ে ‘মালেকা বানু’ সিনেমা’র শুটিং দেখেতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর মায়ের মা’র খেলাম। এর পরই জিদ ধরলাম আমি অ’ভিনয় করবো। কিছুদিন পর বাড়ি থেকে পালিয়ে এফডিসিতে চলে আসি পরিচালক সিরাজুল ইসলামকে অনুরোধ করি- আমি তো আর বাড়ি ফিরে যেতে পারব না, সুতরাং আপনি আমাকে কাজ দেন। তখন তিনিই আমাকে প্রথম কাজ দেন। প্রথম ১৩০টি সিনেমায় কমেডি অ’ভিনয় করেছি। এরপর খল চরিত্রে অ’ভিনয় শুরু করি।’

দুলারী এখন পর্যন্ত অবিবাহিত । কেন বিয়ে করেননি জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে করার মতো কাউকে পাইনি। তাই আমি বিয়ে করিনি। আমি যে রকম পুরুষ জীবনে চাই, সে রকম পাইনি। আমার মনের মতো ‘হতে হবে, আমাকে অভিনয় করতে দিতে হবে।’

আরো সংবাদ