আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০৯

নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

নড়াইল প্রতিনিধি ।। নড়াইলের কালিয়ায় সালেহা বেগম (৭৫) নামে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে।

নিহতের স্বামীর নাম নুর মোহাম্মদ খন্দকার।

জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের বৃদ্ধা সালেহা বেগম প্রতিদিনের মত শুক্রবারও রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ