আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৯

ফিরে পাওয়া মায়ের কোল

ফিরে পাওয়া মায়ের কোল
————————————-
মফিজুল ইসলাম, পিপিএম।

***************************
তুমি ফিরে এসেছিলে বলেই
ফিরে পেয়ছিল প্রাণ ধমনিতে
তুমি ফিরে এসেছিলে বলেই
বাঙ্গালীরা আবার শুরু করলো স্বপ্ন বুনতে।।
তুমি ফিরে এসেছিলে বলেই
পদ্মার উপর দীর্ঘ সেতু দেখতে পেলুম
তুমি ফিরে এসেছিলে বলেই
বিস্ম মহামারী করোনায়
হলো মোদের বেমালুম।।
তুমি এসেছিলে বলেই
এদেশের মানুষ আগামীর স্বপ্ন দেখে
তুমি এসেছিলে বলেই
বাংলাদেশ আজ উন্নত বিশ্বের চোখে
তুমি এসেছিলে বলেই
কৃষকের মাঠে মাঠে ইন্টারনেট
তুমি এসেছিলে বলেই
দেখতে পাই দারিদ্র মুক্তির বাজেট।।
তুমি আছ, তুমি রবে
প্রতিটা বাঙ্গালীর হৃদয় জোড়ে
কারন তুমি দিয়েছো মোদের
বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশ গড়ে।

 

 

 

 

 

কবিতা / ন/খানজাহান আলী নিউজ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত