আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪১

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার সাতাশকাটি-মাগুরখালী সড়কের পাশে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত আবু সাঈদ (৪২) উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের ইজহার আলীর ছেলে। তিনি মোটরচালিত ভ্যানের পুরান ব্যাটারি কেনা-বেচা করতেন বলে এলাকাবাসী জানায়।

হত্যাকাণ্ডের পর রাতে পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার রায় বলেন, থানার ওসি জসীম উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

এ হত্যার তথ্য নিশ্চিত করে কেশবপুর থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ ঘটনার কোনো কারণ এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি-মাগুরখালী সড়কের সাতাশকাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবু সাঈদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো সংবাদ