আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:০৮

কেশবপুরে অনুমোদনহীন পশুহাট দখলের চেষ্টা, যুবলীগ নেতাসহ আটক ৩

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া সরকারি অনুমোদন ছাড়াই চলা পশুহাট দখলের চেষ্টার অভিযোগে সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়কসহ ৩ জনকে পুলিশ আটক করেছে। এ সময় পুলিশ দখলদারদের ব্যবহৃত ১১টি মটরসাইকেল জব্দ করেছে।

জানা গেছে, ২০১৮ সালে সাতবাড়িয়া বাজারের পূর্বপাশে ২১ শতক জমির ওপর সাতবাড়িয়া পশুহাট স্থাপত করা হয়। পরবর্তীতে আরও দেড় বিঘা জমি বর্গা নিয়ে হাটটি পরিচালিত হয়ে আসছে। এলাকার চেযারম্যান সামছুদ্দীন দফাদারের প্রচেষ্টায় মশিয়ার রহমান দফাদার, আব্দুর রশিদসহ ২০-২৫ জন ব্যক্তি পশুহাটটি গড়ে তোলেন।
সপ্তাহের প্রত শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। এ হাটে আশপাশের ২৫-৩০ গ্রামের মানুষের গরু, ছাগল কেনাবেচা হয়ে আসছে। প্রতিহাটে শতাধিক গরু ও ৬০ থেকে ৭০টি ছাগল বিক্রি হয়।তবে হাটটি সরকারের তালিকাভুক্ত নয়। ২০১৯ সালে হাটটি ডাকে আসার জন্যে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে কাগজপত্র জমা দেয়া হয়। তবে এখনো কোন অনুমতি দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, পশুহাটে আবেদন ভূমি মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল তবে তার কোন অনুমতি এখনো আসেনি।

আরো সংবাদ