আজ - শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:০৪

কেশবপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

মাঘের তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে কেশবপুরের মানুষের জীবন। সোমবার (১৮ জানুয়ারি) ঘন কুয়াশা থাকায় বেলা ১১টায়ও দেখা মেলেনি সূর্যের। সকাল ১০টায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।

ঘন কুয়াশার কারণে যশোর-চুকনগর সড়কে যানবাহন কিছুটা হলেও কম চলাচল করতে দেখা গেছে। তবে যে সকল যানবাহন চলাচল করছে সেগুলোর হেডলাইট জ্বালিয়ে নিয়েছে। যাত্রীবাহী বাসের এক চালক জানান, ‘ঘন কুয়াশার কারণে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীরে চালাতে হচ্ছে। অন্যদিনের তুলনায় আজ যাত্রী কম।’

মধ্যকুল গ্রামের কৃষক নওশের আলী বলেন, ‘সকালে ক্ষেতে ধানের পাতা (চারা) রোপণ করতে গিয়েছিলাম। মাঠের মধ্যে ঠান্ডা বাতাস বইছে। প্রচন্ড শীতে কাজ করত না পেরে ফিরে আসছি।’

ইঞ্জিন চালিত ভ্যান চালক খলিল হোসেন বলেন, প্রতিদিন ভোরে ভাড়ায় খাটতে ভ্যান নিয়ে বের হই। আজ বেলা ১১টায় বের হয়েও যাত্রী না পেয়ে বসে আছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত