আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩৬

কেশবপুরে মানবপাচার প্রতিরোধে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মানবপাচার প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির সিনিয়র জেলা ব্যাবস্থাপক আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, ইউপি সদস্য আসাদুল ইসলাম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন কেশবপুর ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন। মতবিনিময় সভায় মানব পাচার, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তারা আহ্বান জানান।

আরো সংবাদ