আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:২৩

কেশবপুরে শত্রুতার জেরে নষ্ট হলো কাঁচা ধানের ফসল!

কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে রবিউল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতের কাঁচা ইরি ধানের ফসল কেটে পা দিয়ে পাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এ ঘটনায় ওই ব্যক্তি থানায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আওয়ালগাতী গ্রামের মোকাম আলী মোড়লের ছেলে কৃষক রবিউল ইসলামের সাথে একই গ্রামের শাহাদাৎ আলী মোড়লের ছেলে জব্বার মোড়লের (৩০) জমিজমাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে আওয়ালগাতী মৌজায় খালের ধারে মাছের ঘেরের ভেতরে কৃষক রবিউল ইসলামের ৪ শতক জমির কাঁচা ইরি ধান কেটে ও পা দিয়ে পাড়িয়ে দেয় জব্বার আলী। এ দৃশ্য দেখে তাকে বাধা দিতে গেলে মারপিট ও খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়।

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক অরুপ কুমার বসু বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ