আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:৫৫

কেশবপুর পৌরসভায় ঘুর্নিঝড় যশ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥ যশোরের কেশবপুর পৌরসভার আয়োজনে ঘুর্নিঝড় যশ মোকাবেলায় পৌর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতি সভা সোমবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসচিব মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, মশিয়ার রহমান, কবির হোসেন, মনোয়ার হোসেন মিন্টু, কামাল খান, আব্দুল হালিম, খাদিজা খাতুন প্রমুখ।

সভায় ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় কেশবপুর পৌরসভার আশ্রয় কেন্দ্র, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত, মাইকিং করা এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুত বিভাগকে সজাগ থাকতে বলা হয়েছ।

আরো সংবাদ