আজ - সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:২২

ক্সন চৌধুরীর গ্রেপ্তার হলে অচল হবে ফরিদপুর, কর্মীসভায় হুঁশিয়ারি

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন কে নিয়ে এখন উত্তপ্ত সারাদেশ। ফরিদপুরের জেলা প্রশাসক ও চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেয়ার বিষয়টি নিয়ে এখন সারাদেশে তর্ক-বিতর্ক চলছে। এর মধ্যেই গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন গতকাল বৈঠক করে নিক্সন এর বিচার দাবি করেছেন। এই প্রেক্ষিতে নিক্সন চৌধুরী গ্রেফতার হতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিন্তু চরভদ্রাসনে নিক্সন অনুসারীরা বলছেন শুধু ফরিদপুর-৪ আসনে নয় পুরো ফরিদপুরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। নিক্সন চৌধুরী কে যদি অন্যায়ভাবে গ্রেফতার করা হয় তাহলে ফরিদপুর অচল করে দেবেন তারা। একই সাথে রাজনীতিবিদদের উপরে প্রশাসনের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় পর্যায়ে গতকাল নিক্সন চৌধুরীর সর্মথকরা কর্মীসভা করে এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা বলেছেন নিক্সন চৌধুরীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি একটি চক্রান্ত। এর মাধ্যমে রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। উল্লেখ্য পরপর দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন। যার কারণে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা আছে বলে মনে করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত