আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৩

গাজীপুরে সুতার কারখানায় আগুন, পুড়ে মরল শ্রমিক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।

উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেয়ারাজ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সকল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে ওই সুতার কারখানায় আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পড়ে ঘটনাস্থলে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরো ১২জন।আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরো সংবাদ