আজ - রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০১

চলমান লকডাউনে বিপাকে অসহায় মানুষ

খানজাহান আলী নিউজ 24/7: দেশজুড়ে টানা কয়েকবারের লকডাউনে বিপাকে অসহায় মানুষ । এদিকে সরকার থেকে সহযোগীতা মিলছে না বলে ও দাবি এসব মানুষের । কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে । কয়েকজন অসহায় মানুষের সাথে কথা বলে জানা যায় , আমাগো দিন আনা দিন খাওয়া । কোনো পুজি নাই একদিন কর্ম না করলে আমাগো ভাত জোগার কষ্ট হয়ে পড়ে । সংসারে পোলাপাইন নিয়ে দিন পার করাটায় কষ্টের । এর মধ্যে আবার কতদিন কাজ নাই আরো কতদিন কাজ বাদে ঘরে থাকমু । রাস্তায় ভ্যান / রিক্সা নিয়ে বাইরে গেলে পুলিশে আবার পিটায় মারে । আবার অনেকের জরিমানা ও করে । একদিকে খাবার কষ্ট অন্য দিকে পুলিশের মার ও জরিমানার ভয়ে দিন পার করছি ।

কয়েকজন দিন মজুরের সাথে কথা বরে জানা যায় , কষ্টের মধ্যে দিয়ে কয়েকদিন যাবৎ পার করছি । খুবই হতাশা ও কষ্টের মধ্যে আছি ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত