আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১৪

চেক ডিজঅনার মামলায় চৌগাছা সাবেক পৌর মেয়র হিমেলের ১ বছরের কারাদন্ড।

যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলের চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

রায়টি ঘোষণা করেছেন যশোরের অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। মামলাটি দায়ের করেছিল ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখা।

ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, ইটের ব্যবসার জন্য হিমেল আগে ব্যাংক থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ নেন। এর মধ্যে কিছু অর্থ পরিশোধ করলেও ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা বকেয়া থেকে যায়। বারবার নোটিশ দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় তিনি একটি চেক দেন, কিন্তু সেই চেকটি পর্যাপ্ত অর্থের অভাবে ফেরত আসে।

২০২০ সালে ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়ে চেক ডিজঅনার মামলা করে। দীর্ঘ শুনানি শেষে গত ২৫ জুন আদালত রায় ঘোষণা করেন, যেখানে হিমেলকে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়।

ব্যাংক ব্যবস্থাপক আরও জানান, রায় ঘোষণার আগে হিমেলের পক্ষ থেকে অক্টোবর পর্যন্ত সময় চেয়ে ব্যাংকে আবেদন করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->