আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:১৫

চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান

মোঃ মহিউদ্দিন সানি।। বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার অন্তর্গত চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে যশোর জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন তারা।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীর কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এর আগে ২০১৫ সালের ৬ জুলাই ইব্রাহীম হোসাইনকে সভাপতি ও শফিকুজ্জামান রাজুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে যশোর জেলা ছাত্রলীগ। প্রায় সাত বছর পর চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করলো জেলা ছাত্রলীগ।

উল্লেখ্য এবছরের ৪ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে যশোর জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন হয়। দায়িত্ব পাওয়ার পর সংগঠনের কার্যক্রম গতিশীল করতে প্রতিটি উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্যোগ নিয়েছে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীর কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। তারই ধারাবাহিকতায় চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা।

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঐ প্রেস বিজ্ঞপ্তিতে jashorebsl@gmail.com এই মেইলে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে নির্দেশ দিয়েছেন তারা।

আরো সংবাদ