আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। ৬১ জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রথম দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তত ১ শ’ জন।
প্রথম দিনে যশোর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন।বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মুজিদ
প্রবীন আওয়ামীলিগ নেতা আব্দুল মুজিদের রাজনৈতিক জীবন
সিনিয়র সহ-সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগ।
সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, যশোর।
আহবায়ক কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগ, যশোর। (১৯৯৩)
সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। (সুলতান – রহমান কমিটি)।
সাবেক ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। (শাহে আলম – অসীম কমিটি)
সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগ। (রুহুল – শাহে আলম কমিটি)
সাবেক সভাপতি, ধানমন্ডি থানা ছাত্রলীগ। (১৯৮৩)
সাবেক সহ-সভাপতি, ঢাকা কলেজ ছাত্রলীগ। (১৯৮১)
এদিকে, একইসাথে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলছে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের। প্রথম দিনে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাছান রিপন, ফারজানা রাব্বী বুবলীসহ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন।
আগামী ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যাচাইবাছাই করে এসব প্রার্থী চূড়ান্ত করা হবে।