আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:২৮

নওয়াপাড়ায় আগুনে পুড়ল বসতঘরসহ গৃহপালিত ছয় পশু

নওয়াপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে চারটি বসতঘর সহ গৃহপালিত ছয়টি ছাগল মারা গেছে। গতকাল শনিবার গভীর রাতে নওয়াপাড়া রেলস্টেশন এলাকার নোনাঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতির পরিমান প্রায় চার লাখ টাকা।


ক্ষতিগ্রস্থ মেহেরুন নেছা, আয়ুব হোসেন, আনোয়ারা বেগম ও বাবুল উদ্দিন জানান, শুক্রবার মধ্যরাতের পর শনিবার রাত আনুমানিক ২ টার সময় ঘাট শ্রমিক মেহেরুন নেছার গৃহপালিত পশু ছাগলের ঘরে আগুন দেখা যায়। তা দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি চারটি ঘর পুড়ে যায়।


এসময় তাদের বসতঘরে থাকা আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, কাপড়, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে যায়। মেহেরুনে নেছা জানান, আমার সবকিছু পুড়ে গেলেও বেশি কষ্ট পেয়েছি ৬টি গর্ভবতী ছাগল পুড়ে মারা গেছে।


ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘান্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চারটি বসতঘর ও ৬টি ছাগল পুড়ে মারা গেছে।


প্রাথমিক ধারণায় আগুনের সূত্রপাত মশার কয়েল, জ্বলন্ত সিগারেট বা চুলার আগুন থেকে হতে পারে। আগুনে প্রায় সাড়ে তির লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ