আজ - শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৪৬

নওয়াপাড়া রেলওয়ে ষ্টেশনে পুড়লো নকশীকাঁথা এক্সপ্রেস এর পাওয়ার কার বগি

অগ্নিকান্ডে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি ভস্মিভূত হয়েছে। রোববার ভোররাতে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাবিক আছে।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এসময় ওই ট্রেনের পাওয়ার কারের বগিতে আগুন লেগে যায়।
কর্মীরা ট্রেন ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়।
দুর্ঘটনায় কোনো হত্যাহতের ঘটনা না ঘটলেও পাওয়ার কারের বগিটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

আরো সংবাদ