আজ - রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩৯

নড়াইলে গাজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক।

মোঃ আজিজুর বিশ্বাস,নড়াইল প্রতিনিধি।। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৮) নামে এক গাজা ব্যাবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল।

২৯ মে (শনিবার) ভোর সাড়ে ৫ টায় এক কেজি পাঁচ শত গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়।

আটকটকৃত রবিউল ইসলাম ওই গ্রামের মন্টু শেখের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোরে এস,আই, দেবব্রত চিন্তাপাত্র, এএসআই সেলিমুজ্জামান ও এএসআই নাজিম উদ্দিন,সহ ডিবি পুলিশের একটি দল এড়েন্দা গ্রামে অভিযান পরিচালনা করে রবিউলের বসতবাড়ি হইতে এক কেজি পাঁচ শত গ্রাম গাজা সহ হাতেনাতে তাকে আটক করে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র বলেন, আটকটকৃত রবিউলকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত