নড়াইলের লোহাগড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল মিয়া (৪৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার আড়পাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাবুল মিয়া ওই গ্রামের রেজাউল শেখের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানকালে তার কাছ থেকে ২টি চায়না কুড়াল, ২টি দেশীয় অস্ত্র, ২টি হকি স্টিক, একটি ধারালো ছুরি, ১ বোতল ভদকা (ম্যাজিক মোমেন্ট), ৩৫ গ্রাম গাঁজা, একটি মেগাফোন ও ৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়।
আটকের পর বাবুল মিয়াকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”