আজ - শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:০৩

নড়াইলে বিদ্যুৎ এর তার চুরি করতে যেয়ে প্রান গেলো যুবকের।

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইরফান মুন্সী (২৪) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সীর ছেলে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়ে বিদ্যুতের তার চুরির সময় ইরফান মুন্সী খুঁটিতে উঠে তার কাটার চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। তার সঙ্গে থাকা সহযোগী চর-করফা গ্রামের আরিফ ও রবিউল পালিয়ে যান।

পরে স্থানীয়রা ইরফানকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ