আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৯

নড়াইলে সড়কে গেলো প্রবাসী যুবকের প্রান।

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে মোটরসাইকেল ও বালুর ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

গত শুক্রবার (১৩জুন) নড়াগাতি থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে আজিজুর রহমান শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ ট্রলির চালক পলাতক রয়েছে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে একজন সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->