আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৪৯

নড়াইলে হাতকড়া সহ পালিয়ে যাওয়া সেই আসামী বিল্লাল আটক।

নড়াইলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকালে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ওই আসামির নাম বিল্লাল শেখ (৫০)। সে সদর উপজেলার গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিল্লালকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামিকে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির লোকজনেরা। পরে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়া পরিহিত আসামি বিল্লালকে ছিনিয়ে নিয়ে যায়। পরেরদিন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা হয়। এরপর তাকে গ্রেফতার করতে অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক টিম। এক পার্যায়ে শুক্রবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওসি সাজেদুল ইসলাম বলেন, ব্যাপক অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করে নড়াইল সদর থানায় আনা হয়েছে। এর আগে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার এবং পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয়া মোটরসাইকেল দুইটিও জব্দ করা হয়েছে।

আরো সংবাদ