কুখ্যাত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, ধর্ষণকারী ও খুনি নিউটন গাজীর হাত থেকে গোবরা এলাকার বাসিন্দারা মুক্তি চাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, আবুল গাজীর ছেলে নিউটন গাজী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে গোবরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।
জলিল শেখ জানান, সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে ফাঁসানোর জন্য নিউটন গাজী একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাড়ি ও বাড়ি পুড়িয়ে, বন্দুক ও বোমা ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছেন। উদাহরণস্বরূপ, গত ৭ তারিখে রাতে নিউটন গাজী তার লোক দিয়ে বিএনপি অফিসে বোমা হামলা চালিয়ে অভিযোগ করেছেন যে, উজ্জ্বল শেখ এর সাথে জড়িত। কিছু সময় পর দেখা যায়, উজ্জ্বল শেখ ঢাকায় ফেসবুকে লাইভে আছেন।
ফরহাদ খন্দকার জানান, নিউটন গাজী গোবরা এলাকার স্থায়ী বাসিন্দা নন। তিনি মামা বাড়ি এসে জোরপূর্বক বসবাস করছেন এবং এলাকায় শৃঙ্খলা নষ্ট করছেন। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ করছেন।
রিংকু জানান, নিউটন গাজী বর্তমানে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত হলেও, একসময় তিনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। তার কর্মকাণ্ডের কারণে গোবরা বাজারের ক্লাবটি এখন বিএনপি অফিসে পরিণত হয়েছে এবং এলাকার মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেসমিন বেগম বলেন, নিউটন গাজী ও তার সহযোগীরা একসময় আওয়ামী লীগ করতেন এবং মাশরাফির নির্বাচনে তার এজেন্ট ছিলেন। তবে এখন তার কর্মকাণ্ড এলাকার মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
দোলেনা বেগম জানান, নিউটন গাজীর ভয়ে এলাকার মহিলারা নিরাপদ বোধ করেন না, কারণ তিনি একজন ধর্ষণকারী।
নিউটন গাজীর ফোনে যোগাযোগ করা হলে, তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আমরা তার বিরুদ্ধে সঠিক তদন্ত করছি। আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না। কেউ নির্দোষ হলে পুলিশ তাকে ফাঁসাবে না।