নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বিচারক শারমিন নিগার শুনানি শেষে জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন। পৃথক দু’টি মামলায় এ দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট নড়াইলে ছাত্র জনতার ওপর হামলা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এদিকে, আদালত থেকে কারাগারে নেয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন তারা।