আজ - রবিবার, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৫ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৪:২৭

নদীতে গোসল করতে নেমে নিখোজ যুবকে দেহ উদ্ধার।

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা পর বুধবার (২৬ জুন) সকালে সদর উপজেলার আউড়িয়া এলাকায় তার মরদেহ ভেসে উঠে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার বিল্লাল মীরের ছেলে আসমাউলসহ তিন বন্ধু মিলে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় আসমাউল তার প্যান্টে কাঁদা লেগে থাকায় আবার নদীতে নেমে নিখোঁজ হয়। এরপর ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বুধবার সকালে তার মরদেহ পাওয়া যায়।

আরো সংবাদ