আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:২১

নড়াইলে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

জেলায়  আজ  দুইদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন  করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় শহরের সুলতান মঞ্চ এলাকায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
এসময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীত বিভাগের বিভাগীয় প্রধান শাহানা বেগম, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান লিজা, সদস্য সচিব মাসুম জব্বারী, সাংবাদিক আসাদ রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ১ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পৌর মেয়র আঞ্জুমান আরা। প্রধান আলোচক  হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু।
নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান লিজা বলেন, নড়াইলে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে নড়াইল’র পুরাকীর্তি, ইতিহাসান, ঐতিহ্য, বীরত্বগাঁথা, সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে আলোকচিত্র ।। প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীদের ৩৮টি চিত্র প্রদর্শন করা হচ্ছে।

 

আরো সংবাদ